বৈশাখ মাসে কৃষকভাইদের করণীয়
বৈশাখ মাস । বাংলা নববর্ষ ।নতুন বছরের শুভেচ্ছাসবাইকে ।এ মাসে চলতে থাকে আমাদের ঐতিহ্যবাহী মেলা ,পার্বন,উৎসব ,আদর আপ্যায়ন ।
পুরনো বছরের ব্যর্থতাগুলো ঝেড়ে ফেলে নতুন দিনের প্রত্যাশায়কৃষক ফিরে তাকায় দিগন্তের মাঠে । আসুন জেনে নেই বৈশাখে কৃষির করণীয়
বিষয়গুলো :
বোরো ধানে ব্লাস্টআক্রমণ হতে পারে । আক্রান্তজমিতে পানি ধরে রাখতে হবে এবং ট্রুপার৭৫ ডব্লিউপি / ন্যাটিভো ৭৫ ডব্লিউজি
ছত্রাকনাশক ব্যবহার করে ব্লাস্টরোগ দমন করতে হবে ।
. ৫০-৫৫ ।
নারি বোরো ধানের থোড় আসার সময় যাতে খরার জন্য পানির অভাব না হয় তাই আগে থেকেই সম্পূরক সেচের জন্য মাঠের এক কোণে
মিনি পুকুর তৈরি করতে হবে ।
বোরো ধানের থোড় আসা শুরুহলে জমিতে পানির পরিমাণ দ্বিগুণবাড়াতেহবে ।ধানের দানা শক্ত হলে জমি থেকে পানি বের করে দিতে
।
এ মাসে বোরো ধানে বাদামী গাছ ফড়িং , গান্ধিপোকা ,লেদা পোকা ,শীষকাটা লেদা পোকার আক্রমণ হতে পারে ।পোকা দমনের জন্য
নিয়মিত ক্ষেত পরিদর্শন করতে হবে এবং সমন্বিত বালাই ব্যবস্থাপনার মাধ্যমে পোকার আক্রমণ রোধ করতে হবে । এসব উপায়ে পোকার
আক্রমণ প্রতিহত করা না গেলে শেষ উপায় হিসেবে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে সঠিক বালাইনাশক , সঠিক সময়ে ,সঠিক মাত্রায়,সঠিক
নিয়মে প্রয়োগ করতে হবে ।
এ মাসে শিলাবৃষ্টিহতে পারে , বোরো ধানের ৮০ % পাকলে তাড়াতাড়ি কেটে ফেলতে হবে ।
আউশ ধানের জমি তৈরি ও বীজ বপনের সময় এখন । বোনা আউশ উঁচুও মাঝারি উঁচুজমি এবং রোপা আউশ বন্যামুক্তআংশিক
সেচনির্ভর মাঝারি উঁচুও মাঝারি নিম্নজমি আবাদের জন্য নির্বাচন করতে হবে ।বোনা আউশের জাত হিসাবে বিআর ২০ , বিআর ২১ ,
বিআর ২৪ , ব্রিধান৪২, ব্রিধান৪৩ , ও ব্রিধান ৮৩ এবং রোপা হিসাবে বিআর ২৬ , বিআর ২১ ,ব্রিধান৪৮ ,ব্রিধান৮২ ও ব্রিধান৮৫ ,খরাপ্রবণ
বরেন্দ্র এলাকাসহ পাহাড়ি এলাকার জমিতে বিনাধান -১৯ চাষ করতে পারেন ।
খরিফ মৌসুমে ভুট্টারবয়স ২০-২৫ দিন হলে ইউরিয়া সারের উপরি প্রয়োগকরতে হবে । মাটিতে রসের ঘাটতি থাকলে হালকা সেচ দিয়ে
জমিতে আগাছা পরিস্কার করতে হবে এবং একই সাথে গাছের গোড়ায় মাটি তুলে দিতে হবে ।
১৫ বৈশাখ পর্যন্ততোষা পাটের বীজ বপন করা যায় ।তাই যথাসম্ভব দ্রুতবীজবপন করতে হবে ।
• গ্রীষ্মকালীনশাক -সবজির বীজ বপন বা চারা রোপণ শুরুকরতে হবে ।
• বসতবাড়ির বাগানে ডাঁটা,কলমিশাক , পুঁইশাক,করলা , ঢেঁড়শ,বেগুন, পটল চাষের জন্য উদ্যোগ নিতে হবে ।
মাদা তৈরি করে চিচিঙ্গা,ঝিঙ্গা,ধুন্দল,শশা ,মিষ্টিকুমড়া, চাল কুমড়ার বীজ বুনে দিতে হবে ।
এ মাসে কুমড়া জাতীয় ফসলে মাছি পোকা দারুণভাবে ক্ষতি করে থাকে । এ ক্ষেত্রেকুমড়াজাতীয় ফসলের মাছিপোকা দমনের জন্য সেক্স
ফেরোমন ট্র্যাপ ব্যবহার করতে হবে । কুমড়া জাতীয় সব সবজিতে কৃত্রিমপরাগায়ন করতে হবে ।
গ্রীষ্মকালিন টমেটো চাষ করতে চাইলে বারি টমেটো -৪ , বারি টমেটো -৫, বারি টমেটো -৬, বারি টমেটো -১০, বারি হাইব্রিড টমেটো -৪,
বারি হাইব্রিডটমেটো -৮ ,বিনাটমেটো -৩ ,বিনাটমেটো -৪ চাষ করতে পারেন ।
আমের মাছি পোকাসহ অন্যান্যপোকার আক্রমণ দেখা দিতে পারে । তাই পোকামাকড় দমনে ব্যবস্থাগ্রহণকরতে হবে ।
এ সময়ে প্রচন্ডতাপদাহ দেখা দিতে পারে । দক্ষিণ-পশ্চিম অঞ্চলের যেখানে সেচ সুবিধা নেই সেখানে শাক -সবজির ও ফলের বাগানে
মালচিং দিয়ে মাটির রস সংরক্ষণ করুণ এবং পরবর্তীতে সেচ প্রদানকরতে হবে ।
এ সময় কাঁঠালের নরম পঁচা রোগ দেখা দেয় ।ফলে রোগ দেখা দেওয়ার আগেই ফলিকুর ০.০৫ % হারে বা ইন্ডোফিল এম -৪৫ বা রিডোমিল
এম জেড -৭৫ প্রতিলিটার পানিতে ২.৫ গ্রামহারে মিশিয়ে ৩ বার স্প্রেকরতে হবে ।
• বৃষ্টিহয়েগেলে পুরাতন বাঁশ ঝাড় পরিস্কার করে মাটি ও কম্পোষ্ট সার দিতে হবে ।
নার্সারীতে চারাউৎপাদনের জন্য বনজ গাছের বীজ বপন করতে পারেন ।
এ মাসে সজিনার ডাল কেটে সরাসরি রোপণ করতে পারেন ।
এছাড়া কৃষির যে কোন সমস্যায় উপজেলা কৃষি অফিস অথবা কৃষি কল সেন্টারের ১৬১২৩ নম্বরে বা কৃষক বন্ধুসেবার
৩৩৩১ নম্বরে কল করে বিশেষজ্ঞদের পরামর্শ নিতে পারেন ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS